মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:০৬ পিএম
মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকবাসি।

শনিবার বেলা ১১টায় সুন্দরবন সংলগ্ন বান্দারবাজার এলাকায় শাহানুর রহমান শাহিন ওরফে কালুর দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। 

মানববন্ধন থেকে ভুক্তভোগী ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুছ মুন্সি খোকা (৬৫), বৃদ্ধ আব্দুল বারেক তালুকদার (৭২), সায়েদ হাওলাদার (৫৮), সেলিম শিকদার (৫০), কালাম চাপরাশী (৫৮), ইজিবাইক চালক তফসের বেপারী, ছত্তার হাওলাদার, সরোয়ার সোমাদ্দার, স্বপন তালুকদার, বাদল তালুকদার, ফোরকান সহ একাধিকরা অভিযোগ করে বলেন, পার্শ্ববতী বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের মৃত. রুস্তুম আলী হাওলাদারের ছেলে শাহানুর রহমান শাহিন ওরফে কালু সম্প্রতি সময়ে এলাকার নিরীহ সাধারণ মানুষকে হয়রানির জন্য বাগেরহাট আদালতে ধানকাটা ও ৭’ধারা দুটি মামলা দায়ের করেন।ওই মামলায় এলাকার বৃদ্ধ লাঠি ভর করে চলতে হয় এমন মানুষকেও জড়ানো হয়েছে। বাদ যায়নি ইজিবাইক চালক। একাধিক মানুষকে আসামি করে হয়রানিমূলক মামলা দায়ের করায় এলাকাবাসি ক্ষুব্ধ। তারা মানববন্ধন থেকে শাহানুর রহমান শাহিনের হয়রানিমূলক অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়া সহ শান্তিপ্রিয়ভাবে বসবাস করার জন্য উর্দ্ধতন  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। 

ভুক্তভোগীরা আরও বলেন, তার অন্যায়ের প্রতিবাদ করায় নিশানবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুছ মুন্সি ওরফে খোকা মুন্সিকেও মামলায় জাড়িয়েছেন। স্থানীয় ভুক্তভোগীরা উর্দ্ধতন প্রশাসনের কাছে এ ঘটনার তদন্তপূর্বক ন্যায় বিচার দাবি করে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।  

এ বিষয়ে শাহানুর রহমান শাহিন তার বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করে বলেন, তার ৬ একর ১৮ শতক পৈত্রিক জমির কিছু অংশ জমি নিয়ে কিছু লোক ঝামেলা করায়। আইনগতভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি কাউকে হয়রানি করার জন্য অভিযোগ দায়ের করেনি।

আপনার জেলার সংবাদ পড়তে