কাহারোলে মাদক সেবনের দায়ে এক জনকে ৩ মাসের কারাদন্ড

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০২:৪০ পিএম
কাহারোলে মাদক সেবনের দায়ে এক জনকে ৩ মাসের কারাদন্ড

দিনাজপুরের কাহারোলে মাদক দ্রব্য সেবনের অভিযোগে এক জনকে ৩ মাসের কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২৫) সন্ধ্যার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হেলেঞ্চাকুড়ি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মোঃ সফিকুল ইসলাকে (৪৫) উপজেলার ১০ মাইল নামক এলাকায় মাদক দ্রব্য সেবনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫শত টাকা জরিমানা আদায় করেন। এদিকে কাহারোল থানার ওসি রোমেল বড়ুয়া জানান, আসামীকে শুক্রবার সকালের দিকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে