সৈয়দপুরে শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৯ পিএম
সৈয়দপুরে শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর সৈয়দপুর জুলাই স্পট পুলিশ বক্স চত্বরে ওই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায়  রাজনৈতিক দলের অংশ গ্রহণের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় শহরের শেরে বাংলা সড়ক,রংপুর রোড, সোহেল রানা মোড়,বিমানবন্দর সড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।গায়েবানা জানাযা নামাজ আদায় শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় হাজারো মানুষের অশ্রুজলে শোকের মাতম নেমে আসে। ইনকিলাব মঞ্চের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদীকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন এ দোয়া করা হয়।গায়েবানা জানাযা নামাজ আদায়ের আগে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) র নেতৃবৃন্দ দ্রুত সময়ে হত্যাকারীকে গ্রেফতারসহ বিচারের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে