কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের জেলেখালী সরকারি খাল দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় স্থানীয় জনসাধারণের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বাগালী ইউনিয়নের উলা বিলের জেলেখালী খালের পানি নিষ্কাশনের পথটি দখল করে রেখেছে উলা গ্রামের আনার খাঁর পুত্র আলামিন, হামিদ খা সহ আরও অনেকেই। এমনকি তারা ঐ জায়গায় মাটি ভরাট করে দখল করে নিয়েছে। এতেনকরে ঐ খালের পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় চলতি বোরো মৌসুসে ধান চাষাবাদে কৃষকদের পানি সরবরাহের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বক্তরা অবিলম্বে সরকারি খালটি পানি নিষ্কাশনের পথ দখলকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক আবু বকর গাজী, সোলাইমান হোসেন, আবু ইসা, মোঃ ইদ্রিস মোল্যা, মাহমুদা খাতুন প্রমুখ। মানববন্ধনে উলা ও কুশোডাঙ্গা গ্রামের শত শত নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।