নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫১ পিএম
নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল, গাছের চারা বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রশিদ মন্ডল যুব ফাউন্ডেমনের আয়োজনে এবং রশিদ মন্ডল আদর্শ পাঠাগার ও রশিদ মন্ডল স্পোর্টস ক্লাবের সৌজনে শনিবার দুপুরে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের চর বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) সাইফুল ইসলাম সোহাগ। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের রক্তের গ্রুপ নির্ণয়, ডাবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা। 

স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বিশেষ অতিথি কুড়িগ্রাম-১ আসনের সতন্ত্র পদে সংসদ সদস্য প্রার্থী ও গোল্ডেন হ্যাভেন যুব সংগটনের সভাপতি নাসিরা খন্দকার নিসা, শিক্ষক আজিজার আলী, পল্লী চিকিৎসক আব্দুল আউয়াল, পশু পল্লী চিকিৎসক ইমরান মন্ডলসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে