চাঁদপুরের মানুষের কাছে জনপ্রিয় সাংবাদিক অমরেশ দত্ত জয়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৫:১১ পিএম
চাঁদপুরের মানুষের কাছে জনপ্রিয় সাংবাদিক অমরেশ দত্ত জয়

চাঁদপুরের সব শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয় একজন সাংবাদিক অমরেশ দত্ত জয়। শুধু সাংবাদিকতাই নয় বরং তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন।

২০ ডিসেম্বর শনিবার এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অমরেশ দত্ত জয় বর্তমানে নাগরিক টিভি, দৈনিক কালবেলা ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করছেন। এছাড়াও স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

জানা যায়, ২০১৯ সালে ব্যবস্থাপনা বিভাগ হতে তিনি এমবিএ শেষ করেন। তার পিতা হচ্ছেন হারাধন চন্দ্র দত্ত ও মাতা বাসনা রানী দত্ত। তিনি তাদের একমাত্র সন্তান। মা বাবার অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি চ্যালেঞ্জিং এ পেশা বেছে নিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। তবে সাংবাদিকতায় নিজের দক্ষতায় সুনাম অর্জনের পাশাপাশি তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন।

আরও জানা যায়, অমরেশ দত্ত জয় ২০১৬ সাল হতে স্থানীয় পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর একসময় তিনি দৈনিক সংবাদ-এর চাঁদপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। পরে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন। তিনি একজন রোটার‍্যাক্ট। চাঁদপুর র‍োটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেনের সিনিয়র সহসভাপতি, চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক, চাঁদপুর মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য, সুরধ্বনী সংগীত একাডেমীর আহ্বায়ক কমিটির সদস্যসহ একাধিক স্বেচ্ছাসেবী, পেশাজীবি ও নাট্য সংগঠনে সম্পৃক্ত রয়েছেন।

এসব তথ্য জানিয়ে অমরেশ দত্ত জয় বলেন, আমি ল’ নিয়ে এখন মাষ্টার্স করছি। সাংবাদিকতা পেশায় থেকে সমাজের নানা শ্রেণী পেশার মানুষের সাথে যে সংযোগ স্থাপন করেছি তা আমার জীবনে এগিয়ে যেতে উৎসাহ দেয়। চেষ্টা করি নিজের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে লেখনি শক্তির মাধ্যমে মানুষ ও সমাজের উপকারে নিজেকে উৎসর্গ করে নিবেদিত হওয়া। আমার জন্য আশির্বাদ চাই যাতে দল মতসহ সব কিছু উর্দ্ধে থেকে সত্যের পথে আপোষহীনভাবে সর্বদা নিজেকে অবিচল রাখতে পারি।

আপনার জেলার সংবাদ পড়তে