বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী থানা পুলিশ পৃথকভাবে বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ এবং এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম তাজকে বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে-বিশেষ অভিযানে উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সুকুমার শিকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুকুমার ওই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-শুক্রবার রাতে ডেভিল হান্টের অভিযানে বাটাজোর এলাকা থেকে সুকুমারকে গ্রেপ্তার করা হয়েছে।