ধর্মপাশা উপজেলা বিএনপি’র কর্মী সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:২৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ধর্মপাশা উপজেলা বিএনপি’র কর্মী সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি'র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কোর্ট প্রাঙ্গণ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এড. নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন।  বিশেষ অতিথির  বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  আব্দুল মোতালিব খান, নাদের আহমদ, আনিসুল হক,  আনসার উদ্দিন, রেজাউল হক, প্রয়াত সাবেক জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী সালমা আক্তার, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্ত, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন স্বপন, ধর্মপাশা উপজেলা কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত, সাবেক জেলা কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্রো। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শওকত হোসেন, আলমগীর, মিলন চৌধুরী, মোহাম্মাদ আলী, সোনা মিয়া,  মোফাজ্জল হোসেন হিরা, কবির হোসেন মেম্বার, সৈয়দ হোসেন মেম্বার প্রমুখ।  এসময় সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন বলেন, ‘গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই'। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। গত ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালাতে বাঁধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। এছাড়াও বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই অনতিবিলম্বে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন দেয়ার দাবি জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW