বাউফল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি জলিল, সাধারণ সম্পাদক জসিম

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
বাউফল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি জলিল, সাধারণ সম্পাদক জসিম

বাউফল প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ক্লাবের ৪৭ জন ভোটার ভোট প্রদান করেন। সভাপতি পদে দৈনিক আমার দেশ পত্রিকার মো. জলিলুর রহমান ১৯ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের মো. জসিম উদ্দিন ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম তালুকদার অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ উদ্দিন। প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। এছাড়া নির্বাচনী দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান।

মোট  চারটি  পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে দুইজন এবং নির্বাহী সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহ-সভাপতি পদে এবিএম মিজানুর রহমান ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-মো. খলিলুর রহমান (দৈনিক সাথী), জিতেন্দ্র নাথ রায় (দৈনিক সমকাল), মু. আবু সুফিয়ান (দৈনিক সংগ্রাম), অতুল চন্দ্র পাল (দৈনিক ভোরের কাগজ)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ইউসুফ আলী সেন্টু, কোষাধ্যক্ষ: মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক: মো. পিয়াল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো. নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক: উত্তম কুমার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোসা. কহিনুর বেগম।

আপনার জেলার সংবাদ পড়তে