বরিশালের মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন এক প্রধান শিক্ষক। উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মৃত মহিউদ্দিন খানের ছেলে ও বজায়শুলী (মোল্লাকান্দি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন খান শনিবার বেলা ১১টায় মুলাদী রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন করেন। জমি বিরোধের জেরধরে তার চাচাতো ভাই নাসির উদ্দীন খানের স্ত্রী রহিমা বেগম ও তার লোকজন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে কামাল হোসেন খান বলেন, দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই নাসির উদ্দীন খানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এবিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয়। শালিসগণ রোয়েদাদ ও কলমি নকশা করে দুইপক্ষকে জমি বুঝিয়ে দেওয়ার পরেও প্রবাসী নাসির খানের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কামাল খানের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলাসহ একাধিক মামলা করেছিলেন। ওই মামলা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন কামাল হোসেন খান।
কামাল হোসেন খান আরও জানান, আদালত বিরোধপূর্ণ জমিতে কাজ করার অনুমতি দিলে বসতঘরের চারদিকে নিরাপত্তা বেষ্টনি নির্মাণ শুরু করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রহিমা বেগম লোকজন নিয়ে কাজে বাঁধা দেন। তারা ইটের দেয়াল ভেঙে ফেলেন এবং গালিগালাজ করে কামাল খানের বিরুদ্ধে মিথ্যা আবারও ধর্ষণ মামলা করাসহ তাকে হত্যার হুমকি দেন। মিথ্যা মামলা থেকে বাঁচতে এবং জীবন রক্ষার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন তিনি।
এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, প্রধান শিক্ষকের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।