হাকিমপুরে ২ ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭ পিএম
হাকিমপুরে ২ ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট ভূক্ত) ইদ্রিস আলী ও সাহাবুল ইসলাম কে গ্রেফতার করেছে । বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, থানার নওপাড়া এলাকার রহেদুল ইসলাম এর ছেলে মোঃ ইদ্রিস আলী ও দক্ষিণ মাধবপাড়া এলাকার আব্দুল খালেক এর ছেলে সাহাবুল ইসলাম। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন বলেন, মাদক ও গ্রেফতারি পরোয়ানা আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার ১৯ ডিসেম্বর পুলিশ এর চৌকস একটি দল থানা এলাকায় চালিয়ে এসটি ও জিআর মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আসামি ইদ্রিস আলী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সাহাবুল ইসলাম নামে দুই জন ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। হাকিমপুর থানার জিআর মামলা নম্বর ২৭৫/১৫ ও ৩৬।

গ্রেফতার আসামিদের আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হাকিমপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

আপনার জেলার সংবাদ পড়তে