বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের কাউন্সিল অধিবেশন ১৭ জানুয়ারি

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম
বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের কাউন্সিল অধিবেশন ১৭ জানুয়ারি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে দুইদিনের জাতীয় সম্মেলন ও পথমূকাভিনয় উৎসব শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়। দল পরিচিতি ও সাধারণ সভার কার্যক্রম চলার সময় শিল্পকলা একাডেমি সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে। এর আগে উৎসব কমিটির সদস্য সচিব ইহতিয়াজ ত্বকীর পরিচালনায় সভার শুরুতে জুলাই আন্দোলন যোদ্ধা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সম্মানপূর্বক দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উৎসব কমিটির আহ্বায়ক আসবাবীর রাফসান সভায় স্বাগত বক্তব্য দেন। এ সময় উপস্থিত দলগুলো হল প্যান্টোমাইম মুভমেন্ট, সাইলেন্ট থিয়েটার, নাট্যতরী, মুক্ত বিহঙ্গ, প্রদীপ্ত প্যান্টোমাইম, মুক্তমঞ্চ নির্বাক দল, মাইমো টেলস, মাইম ফর চিলড্রেন, মাইম ফেইস, নিমজ্জন, নওগা মাইম থিয়েটার, স্বাপ্নিক ও পূরাণ। তারপর সংগঠনগুলো একে একে তাদের দলের কার্যক্রম তুলে ধরেন। সম্মেলনের সেমিনারের প্রবন্ধকার মো. কামরুল হাসান খান, আলোচক বাকার বকুল, বীথি ঘোষ, হুমায়ুন আজম রেওয়াজসহ অন্য অতিথিরা উপস্থিত হতে থাকেন। পরে পরিষদের চেয়ারপারসন মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন সমাপনী বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্তভাবে পথমূকাভিনয়ের সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদ আগামী ১৭ জানুয়ারি সীমিত পরিসরে কাউন্সিল অধিবেশন আয়োজন করে পরবর্তী দুই বছরের জন্য নতুন জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করবে।  

আপনার জেলার সংবাদ পড়তে