সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪০ পিএম
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিপিবি কেন্দ্রীয় কমিটির সভার প্রস্তাবে বলা হয়েছে,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশবাসী যখন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অপেক্ষা করছিল, সে সময় ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যা করা,নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রেরই অংশ। প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে গুলি করার পর ঘাতকের নিরাপদে পালিয়ে যেতে পারাই প্রমাণ করে যে, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভা থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার দাবি করা হয়। কেন্দ্রীয় কমিটির সভার প্রস্তাবে আরও বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ড কেন্দ্র করে কিছু সুযোগসন্ধানী উগ্র প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টারসহ মূলধারার গণমাধ্যমকে আক্রমণ,সংবাদ কর্মীদের পুড়িয়ে মারতে উদ্যত হওয়া, উদীচী, ছায়ানটের মত প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় এবং নালন্দার মত শিশুদের বিদ্যালয়ে  হামলা ও অগ্নিসংযোগ সেই পরিকল্পনারই অংশ। সভায় বলা হয়, ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাসকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে তার লাশ পুড়িয়ে দেওয়ার মত বর্বর ঘটনা প্রমাণ করে যে, সরকার চলমান নৈরাজ্য দমনে ইচ্ছাকৃত শিথিলতা প্রদর্শন করছে। প্রশাসনের এই নিস্ক্রিয়তার পেছনে সরকারের অভ্যন্তরীণ কোন অংশের প্রশ্রয় রয়েছে বলে জনমনে আশংকা তৈরি হয়েছে। সভা থেকে অবিলম্বে এসকল ন্যাক্কারজনক ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার (২০ ডিসেম্বর) পুরানা পল্টনের মুক্তিভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সিপিবির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন। সভায় বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার, আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, পরেশ কর, অ্যাড. আনোয়ার হোসেন রেজা, ডা. সাজেদুল হক রুবেল, আবিদ হোসেন, লুনা নূর, অধ্যাপক ডা. ফজলুর রহমান, মৃণাল চৌধুরী, অ্যাড. মন্টু ঘোষ, মনিরা বেগম অনু, ডা. মনোজ দাশ, মো. কিবরিয়া, অ্যাড. মহসীন রেজা, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, সাদেকুর রহমান শামীম, সুব্রতা রায়, সাজিদুল ইসলাম, শহীদুল্লাহ সবুজ, সুকান্ত শফি চৌধুরী, এস এম শুভ প্রমুখ। সভায় বক্তারা বলেন,বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা অত্যন্ত জরুরি। একদিকে গণতান্ত্রিক ব্যবস্থার অনুপস্থিতিতে উগ্র ডানপন্থী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টি করছে, সমাজে বিদ্বেষ ও বিভাজন উসকে দিচ্ছে, অন্যদিকে পরাজিত স্বৈরাচারী শক্তিও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশের এই পরিস্থিতিতে সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তিও নিজস্ব স্বার্থে নানা অপতৎপরতায় লিপ্ত। এসব ষড়যন্ত্রের মুখে নিজেদের গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ নিশ্চিত করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সিপিবি নেতৃবৃন্দ। 

আপনার জেলার সংবাদ পড়তে