জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৮ পিএম
জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অজঅই এর সভাপতি মীর শাহ আলম বলেন, অ্যামেচার রেডিও শুধু একটি শখ নয় দুর্যোগকালীন সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বাংলাদেশের তরুণদের সম্পৃক্ত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে উল্লেখ করা হয়, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অ্যামেচার রেডিও অপারেটররা গুরুত্বপূর্ণ যোগাযোগ সহায়তা প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে ফেনী ও সিলেটের বন্যা, ৫ আগস্ট পরবর্তী ট্রাফিক ব্যবস্থাপনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে অ্যামেচার রেডিও অপারেটরদের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩০ লাখ অ্যামেচার রেডিও অপারেটর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত প্রায় ৭০০ জন অপারেটর রয়েছেন এবং হাজারো আগ্রহী তরুণ এই ক্ষেত্রে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা লাইভ রেডিও যোগাযোগ, জরুরি যোগাযোগ কৌশল, আধুনিক রেডিও প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষ এ আয়োজনে উপস্থিত ছিলেন। অজঅই নেতৃবৃন্দ বলেন, এ ধরনের উদ্যোগ প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করবে এবং একই সঙ্গে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা জোরদার করবে। অনুষ্ঠান শেষে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সরকার ও নীতিনির্ধারকদের আরও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি অনুপ কুমার ভৌমিক, ভাইস প্রেসিডেন্ট এস. এম. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি অধ্যাপক নাজমা সামস, মাইলস্টোন স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. শহিদুল ইসলাম, স্কাউটার জামিল আহমেদ এবং অধ্যাপক জাকি ইমাম। সম্মেলনে মোট ৪২০ জন অজঅই সদস্য উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে