বাগেরহাটের মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাট-০১ সংসদীয় আসন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা নিজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট-০১ আসনে মনোনীত প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইন, বামুকের সাধারণ সম্পাদক মুহাঃ নাসরুল্লাহ, শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাঃ শহিদুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে আসন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মাওলানা নিজামুদ্দিন মোল্লাহাট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটি হলো : আহ্বায়ক হাঃ মাওঃ মুফতি জাকির আশরাফী, যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়কারী ডাঃ শেখ সোহাইল আহম্মেদ সবুজ, যুগ্ম সমন্বয়কারী মুহাঃ মোল্লা আসাদুল্লাহ টুটুল এবং অর্থ সমন্বয়কারী হাফেজ মুহাঃ শরিফুল ইসলামসহ মোট ২৭ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচন পরিচালনার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সকল নেতাকর্মীকে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।