মোড়েলগঞ্জে জমিজমা সংক্রান্ত মামলা ভিন্নখাতে প্রভাবিত করার অভিযোগ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৬ পিএম
মোড়েলগঞ্জে জমিজমা সংক্রান্ত মামলা ভিন্নখাতে প্রভাবিত করার অভিযোগ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সুতা লড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত একটি মামলা ভিন্নখাতে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ শাহানুর রহমান শাহিন জানান, তিনি পৈতৃক সূত্রে ও কবলা দলিলের মাধ্যমে ১১০ নং ঘোষিখালী মৌজার সিএস ১৪৩ খতিয়ান ও এসএ ২৬৫ খতিয়ানের মোট ০৬ একর ১৮ শতাংশ জমির মালিক। দীর্ঘদিন ধরে তিনি ও তার পূর্বপুরুষরা শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন।

অভিযোগে বলা হয়, একই গ্রামের আওয়ামী লীগ নেতা ফোরকান তালুকদার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বক ওই জমির মধ্য থেকে ১৫ শতাংশ জমি দখল করে নেন। পাশাপাশি শাহানুর রহমান শাহিনের বর্গাদারের বসতবাড়ি থেকে ৩৩ শতাংশ জমির উৎপাদিত ধান জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়।

ঘটনার বিষয়ে খোঁজখবর নিতে জমিতে গেলে প্রতিপক্ষ তাকে বাধা প্রদান করে বলে জানান তিনি। এ অবস্থায় আইনি প্রতিকার চেয়ে শাহানুর রহমান শাহিন বিচারিক আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলাগুলোর নম্বর যথাক্রমে ২৯৩/২৪ ও ২৬৪/২৫। বর্তমানে মামলাগুলো ডিবিতে তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, চলমান মামলাগুলোর বিচারিক কার্যক্রমকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রতিপক্ষ বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে সামাজিকভাবে হেনস্তা করার চেষ্টা করছে।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

আপনার জেলার সংবাদ পড়তে