বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:২২ পিএম
বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশাল বিমানবন্দরের নাম জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

রোববার ২১ ডিসেম্বর  দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় এক ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

এ কর্মসূচিতে আরও দাবি জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে।

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সবুজ আকনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির রহমান, যুবদল নেতা মো. জাকারিয়া সেতুসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মো. সবুজ আকন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি-বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণ করতে হবে। তিনি গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন। তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে