ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর শাহাদাত কবুলিয়াত কামনায় নওগাঁর পোরশা উপজেলায় জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাগর আলী ও সেক্রেটারি শরিফুল ইসলাম।
বক্তারা শহীদ শরিফ ওসমান হাদীর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার শাহাদাত কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে তারা ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদের রূহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোঃ আব্দুর রহিম।