নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী মনিরুলের মনোনয়নপত্র সংগ্রহ

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) :
| আপডেট: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ পিএম
নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী মনিরুলের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালামের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, তবিবুর রহমান মনু জমাদ্দার, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, বিএনপি নেতা মুন্সী শাহিন উল্লাহ মোহন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, সাবেক সহসভাপতি অশোক কুন্ডু, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, নড়াইল পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা তৈয়েবুর রহমান, জেলা শ্রমিকদলের সভাপতি মুশফিকুর রহমান বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মধুমতি, স্বেচ্ছাসেবকদলের দলের আহবায়ক সৈয়দ মঞ্জুরুল সাঈদ বাবুসহ অনেকে।

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী মনিরুল ইসলাম বলেন, আমার নেতা তারেক রহমান আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। নড়াইলের সাধারণ মানুষসহ সব ভোটারদের প্রতি আমার আহবান, আপনারা আমাকে বিজয় করবেন। আমি নড়াইল জেলা হাসপাতালে লোকবল নিয়াগসহ সংকট দুর করতে চাই। নড়াইলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার নলদী এলাকায় জুটমিল করতে চাই। এছাড়া সড়ক, ড্রেন, সেতুর উন্নয়নসহ বিভিন্ন সড়ক প্রশস্তকরণ এবং লোহাগড়া পৌরসভাকে আধুনিকায়নে উদ্যোগ নেয়া হবে। শিক্ষা ব্যবস্থাকে যুগপোযোগী করতে চাই। আমি প্রতিহিংসার রাজনীকি চাই না। সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে চাই। ভোটারদের উদ্দেশ্যে মনিরুল ইসলাম বলেন, আপনারা আমাকে বিজয়ী করুন, আমি নড়াইলের উন্নয়ন করব।

আপনার জেলার সংবাদ পড়তে