সম্মাননা স্মারক পেলেন মণিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব একেএম নিছার উদ্দীন খান আজম। তিনি দৈনিক সংগ্রাম পত্রিকায়র মণিরামপুর উপজেলা সংবাদদাতা। শনিবার দৈনিক সংগ্রাম পত্রিকায় কর্মরত সংবাদাতাদের খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে তাকে এ সম্মাননা প্রদান করেন।
একেএম নিছার উদ্দীন খান আজম জানায়, তিনি ৪১ বছর ধরে এই পত্রিকায় উপজেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকার এজেন্ট।
এদিকে তার এই সম্মাননা প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সহসভাপতি জি এম ফারুক আলম, সম্পাদক মোতাহার হোসেনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।