পাবনা-৩ আসনের সাবেক এমপি,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন,চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সাধারণ মানুষ ও বিএনপি এবং অঙ্গ সংগঠণের তৃণমূল কর্মীরা চায় আমি নির্বাচন করি। আমি দীর্ঘদিন এই ঐলাকার সাথে,মাটি ও মানুষের সাথে আছি। তাই আমি ওয়াদা করছি,শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি আপনাদের সাথে আছি,নির্বাচনী মাঠে থাকবো। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে তাঁর নিজ বাসভবনে নির্বাচনী মতবিনিময় সভায় সাবেক এমপি কে এম আনোয়রুল ইসলঅম একথা বলেন।
চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য দেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরা। হীরা কে এম আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে তাঁর সকল নেতা-কর্মী-সমর্থককে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারুল ইসলামের সাথে থাকার আহবান জানিয়ে বলেন,“জয় আমাদেরই হবে। আপনার সবাই ধৈয্য ধরে মাঠে থাকেন,কাজ করেন। আমি নিজেও কাজ করবো ইনশাআল্লাহ।”
মতবিনিময় সভায় বক্তব্য দেন,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজির সরকার,সাবেক যুগ্ম আহবায়ক আঃ কুদ্দুস আলো,সাবেক মেম্বার আফজাল হোসেন,সাবেক মেম্বার ইয়াসিন আলী,বিলচলন ইউনিয়ন বিএনপি নেতা গোলজার হোসেন,আফসার আলী নেভী,হান্ডিয়ালের সোহেল রানা,গুনাইগাছার শহিদুল ইসলাম,মুলগ্রামের মহব্বত মল্লিক, পার্শ্বডাঙ্গার তানভীর হেলাল,ডিবিগ্রামের সাইফুল ইসলাম,পৌরসভার গৌড় কুন্ডু,জহুরুল ইসলাম মিকাইল,ডাঃ জিল্লুর রহমান,ভাঙ্গুড়ার ইসমাইল হোসেন,আনিসুর রহমান লিটন,সোহেল রানা,আশরাফ আলীসহ অন্যান্য এলাকার কর্মীবৃন্দ। মতবিনিময় সভা পরিচালনা করেন আব্দুল মুত্তালিক প্রাং। সভায় চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।