ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে তিন বাহিনী প্রধান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৩ পিএম
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে তিন বাহিনী প্রধান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পায়।

রোববার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে বেলা ১টা ৫ মিনিটের দিকে তাঁরা নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন। এ সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তিন বাহিনী প্রধানকে বিদায় জানান।

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অংশ নেন। তাঁদের সঙ্গে বৈঠকে চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানান, রোববার দুপুর ১২টায় তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা নিয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসি সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই সভায় নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর ভূমিকা, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণ বিধিমালা ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে