গুম প্রতিকার অধ্যাদেশের অধীনে আট বিভাগে নতুন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৩ পিএম
গুম প্রতিকার অধ্যাদেশের অধীনে আট বিভাগে নতুন ট্রাইব্যুনাল

গুমের অভিযোগের তদন্ত ও প্রতিকারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার করতে দেশের আট বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৩-এ প্রদত্ত ক্ষমতাবলে বিভাগভিত্তিক এই ট্রাইব্যুনালগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিভাগে মেট্রোপলিটন এলাকাসহ গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল কার্যক্রম চালাবে। একইভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে মেট্রোপলিটন এলাকাসহ পৃথক ট্রাইব্যুনাল থাকবে। ময়মনসিংহ বিভাগে আলাদা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যেখানে পুরো বিভাগ এর অধিক্ষেত্রের আওতায় থাকবে।

এ ছাড়া রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগেও মেট্রোপলিটন এলাকাসহ গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এসব ট্রাইব্যুনাল নিজ নিজ বিভাগের মধ্যে গুমসংক্রান্ত অভিযোগ গ্রহণ, শুনানি ও প্রতিকার কার্যক্রম পরিচালনা করবে।

আইন সংশ্লিষ্টরা বলছেন, বিভাগভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের ফলে ভুক্তভোগীদের বিচারপ্রাপ্তি সহজ হবে এবং অভিযোগ নিষ্পত্তির গতি বাড়বে। একই সঙ্গে গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি ও আইনি কাঠামো আরও শক্তিশালী হবে বলে তারা মনে করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে