ডেঙ্গু: প্রাণ গেল আরো ২ জনের, হাসপাতালে ভর্তি ১৯৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৪ পিএম
ডেঙ্গু: প্রাণ গেল আরো ২ জনের, হাসপাতালে ভর্তি ১৯৪

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৪ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও রোগীর চাপ পুরোপুরি কমেনি।

রোববার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও সে সময় ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫০ জন। ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ৩২ জন এবং খুলনা বিভাগে ২৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে ১২ জন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই সময়ের মধ্যে ৫৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৪৩৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৭৯১ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী। সর্বশেষ দুইজনের মৃত্যুসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৪১২ জনের প্রাণহানি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং সে বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। সে বছর এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

আপনার জেলার সংবাদ পড়তে