শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৫ পিএম
শেরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

শেরপুরের ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হয়েছেন। রোববার (২১ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ায়, ঝিনাইগাতী-গজনী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু বক্কর রাংটিয়ার মৃত আবু তাহেরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিক থেকে আসা ২ মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা দিলে প্রচণ্ড শব্দ হয়। এতেই স্থানীয়রা গিয়ে গুরুতর আহত চার জনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।

আহত কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০) তিনজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে দুর্ঘটনায় এক মোটরসাইকেলের চালক আবু বক্কর নিহত হলেও অন্য মোটরসাইকেলের চালক সিজন (২১) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান দৈনিক ইনকিলাবকে জানান, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে