সীতাকুণ্ডে উৎসবমুখর পরিবেশে অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩ পিএম
সীতাকুণ্ডে উৎসবমুখর পরিবেশে অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের সম্ভাব্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন।

জানা যায়, সকাল ১০টা থেকেই সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন, সীতাকুণ্ড পৌরসভা এবং আকবর শাহ, উত্তর পাহাড়তলী ও কর্ণেলহাট এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকেন। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। মনোনয়নপত্র সংগ্রহ শেষে শতাধিক নেতাকর্মী পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য জহুরুল আলম জহুর বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে অধ্যাপক আসলাম চৌধুরী সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। তার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগে সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনের নেতাকর্মীরা আজও ঐক্যবদ্ধ। তিনি তৃণমূলের প্রাণ, কর্মীদের মন বুঝতে জানেন। এজন্যই তার ডাকে নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছে।

তিনি আরও বলেন, আসলাম চৌধুরী একজন উদার ও অহিংস রাজনীতির প্রতীক। আজ আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। শীঘ্রই তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন বলেন, আজ নেতাকর্মীদের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, তা প্রমাণ করে আসলাম চৌধুরীর প্রতি জনগণের ভালোবাসা ও আস্থা। তিনি চট্টগ্রাম-৪ আসনের যোগ্য প্রার্থী। আমরা আশা করি, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করতে পারব ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে এবং বিজয়ের মাধ্যমে সীতাকুণ্ডকে একটি উন্নয়নসমৃদ্ধ নগরীতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহ্বায়ক মাস্টার জাকির হোসেন, সদস্য সচিব ছালে আহাম্মদ ছলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহের উদ্দিন আশরাফ, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন রাজু, সুয়েবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ ও সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, অ্যাডভোকেট রুশনারা বেগম, অ্যাডভোকেট নাসিম আক্তারসহ মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে