সরাইলে আ’লীগ নেতা নাছির গ্রেপ্তার

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০১:০০ পিএম
সরাইলে আ’লীগ নেতা নাছির গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডেবিল হান্ট অপারেশনে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনকে গ্রেপ্তার করছেন সরাইল থানা পুলিশ। নাছির উদ্দিন উপজেলার অরূয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গত শনিবার রাতে রানিদিয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। 

পুলিশ জানায়, অরূয়াইল ইউনিয়নের রানিদিয়া গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা রূছমত আলীর ছেলে নাছির উদ্দিন গত ২০২৪ খ্রিষ্টাব্দের ৩ সেপ্টেম্বর দায়ের করা সরাইল থানার একটি হত্যা মামলার এজহারভূক্ত আসামী। নাছির এতদিন পলাতক ছিল। ডেবিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গত শনিবার পুলিশ রানিদিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে তারা আ’লীগ নেতা নাছিরকে গ্রেপ্তার করতে সক্ষম হন। আদালতে বিচারাধীন মামলার আসামী নাছিরকে আদালতে প্রেরণ করা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আ’লীগ নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে হত্যা মামলার আসামী নাছিরকে আদালতে পাঠানো হয়েছে। ডেভিল হান্ট অপারেশনে অভিযুক্তদের বিরূদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে