কাওরান বাজারে প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলা: গ্রেফতার ১৭, শনাক্ত ৩১

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৩ পিএম
কাওরান বাজারে প্রথম আলো-ডেইলি স্টার অফিসে হামলা: গ্রেফতার ১৭, শনাক্ত ৩১

রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

ঘটনা ঘটে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টা থেকে পরের দিন ভোর পর্যন্ত। শাহবাগ মোড় থেকে কয়েক হাজার মানুষ কারওয়ান বাজারের দিকে গিয়ে প্রথমে প্রথম আলো, পরে ডেইলি স্টার অফিসে ভাঙচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালালেও বিপুল জনসমাগম ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এমনকি ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারেনি, বিক্ষোভকারীরা রাস্তায় বাধা সৃষ্টি করেছিল।

নজরুল ইসলাম বলেন, “প্রতিবাদ বা ক্ষোভ প্রকাশ এক বিষয়, আর এর আড়ালে অফিসে ঢুকে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। এগুলো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। যারা এ কাজে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশের লক্ষ্য হলো শাস্তি নিশ্চিত করা, রাজনৈতিক পরিচয় বিবেচনা নয়।”

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মো. নাইম (২৬), যিনি দেড় লাখ টাকা লুট করেছিলেন। তিনি সেই টাকা দিয়ে টিভি ও টাচ স্ক্রিন ফ্রিজ কিনেছিলেন। পুলিশ তা জব্দ করেছে। অন্যান্য গ্রেফতারকৃতদের মধ্যে আকাশ আহমেদ সাগর, মো. আব্দুল আহাদ, বিপ্লব, নজরুল ইসলাম মিনহাজ, মো. জাহাঙ্গীর, সোহেল রানা, মো. হাসান, রাসেল ওরফে শাকিল, আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা ও শফিকুল ইসলাম অন্তর্ভুক্ত।

ডিএমপি কর্মকর্তা জানান, সহিংসতায় জড়িতদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে এবং আরও গ্রেফতারের অভিযান চলছে। তিনি বলেন, “সেখানে চার-পাঁচ হাজার মানুষের উপস্থিতি ছিল। তুলনামূলক কম জনবল নিয়ে কঠোর অভিযান করলে পুলিশ ও সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকি হতো। তাই পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সংযম দেখানো হয়েছে। কোনো মানবজীবনের ক্ষতি হয়নি।”

নজরুল ইসলাম আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে সহিংসতা ছড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ডিএমপি অন্যান্য গণমাধ্যম কার্যালয়েও হামলার আশঙ্কা বা হুমকি থাকলে তা নিয়ন্ত্রণে আনবে।

আপনার জেলার সংবাদ পড়তে