ধামইরহাটে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক যুব ক্যাম্পেইন

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৭ পিএম
ধামইরহাটে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক যুব ক্যাম্পেইন

নওগাঁর ধামইরহাটে পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ধামইরহাট পৌরসভার হাটখোলা বাজারে এলাকার যুবক-যুবতী, গন্যমান্য, বাজার কমিটি ও সকল এলাকাবাসীদের নিয়ে এই যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

ক্যাম্পেইনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভায় পৌর স্যানিটারী ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, ইএসডিওর কো-অর্ডিনেটর (সিএমএল) রেদওয়ানুর রহমান, আউটরিচ মোবিলাইজেশন অফিসার শাহানাজ পারভীন, শাপলা বানু ও চেঞ্জ এজেন্টেগণ। 

আপনার জেলার সংবাদ পড়তে