চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন পৃথক ৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এইসব অভিযানে ১ লাখ ৯০ হাজার ৫ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। বিনা অনুমতিতে কৃষি জমির টপ সয়েল কাটা, অবৈধ ভাবে সরকারি রাস্তা দখল করে দোকান বসানো এবং অবৈধ ভাবে গাড়ি পার্কিং করায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার উপজেলার চৌধুরীহাট বাজার ও মির্জাপুর ইউনিয়ন চারিয়া ও হাটহাজারী পৌরসভায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে । মোবাইল কোর্টে ৬ টি মামলায় ৬জনকে অভিযুক্ত করে এই পরিমান অর্থ দন্ড প্রদান করা হয়েছে। তাছাড়া অবৈধ ভাবে গাড়ি পার্কিং করার দায়ে একজনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী:উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, জানান,সোমবার উপজেলার চৌধুরীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ডবিধি আইন ১৮৬০ এর ৯৯১ ধারা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯ ধারায় গন উপদ্রুপ সৃষ্টির অপরাধে এক গাড়ি চালককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে ৫টি মামহ ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। রাস্তার পাশে জায়গা দখল করে সড়কের উপর দোকান বসিয়ে এবং মালামাল রেখে যানজট সৃষ্টি এবং মানুষের হাটাচলায় বাধাগ্রস্ত করার অপরাধে চৌধুরীর হাটে উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অ়়ভিযানে প্রায় ১৫/২০ টি অবৈধ দোকান ও বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে। এছাড়া সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রি উঠানামা করা ও যানজট সৃষ্টির অপরাধে ৩নং বাসের চালককে অর্থ দন্ড প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অভিযুক্তরা হলেনমো: সাজ্জাদ হোসেন, পিতা: ইউছুফ,সাং- বড় দিঘির পাড,চিকনদন্ডী, আব্দুল্লাহ, পিতা :মুসলিম সা- চৌধুরী হাট, চিকনদন্ডী, মইনুদ্দিন,পিতা: শফিকুর রহমান, সা- সাতকানিয়া, আবুল বশর,পিতা: মৃত গুরা মিয়া সা- চৌধুরীহাট চিকনদন্ডী,মুহিদুল ইসলাম, পিতা : মৃত ইসমাইল, সা- আহনের পাড়া,চিকনদন্ডী।
এদিকে সোমবার চারিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান অভিযান পরিচালনা করে ১টি মামলায় ১ জনকে বিনা অনুমতিতে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আবদুল হামিদ (৪০), সাং চারিয়া কে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অপর দিকে রোববার বিকেলে ও সন্ধ্যায় পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) । এতে ৪টি মামলায় ১৭ হাজার ৫ শ টাকা অর্থ দন্ড প্রদান করেছেন।
মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, রোববার বিকেলে ও সন্ধ্যায় পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। হাটহাজারী বাস স্টেশন এলাকায় পরিচালিত অভিযান ৪টি মামলায়, ৪ জনকে অভিযুক্ত করে ৭ হাজার ৫ শ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় অননুমোদিত স্থানে গাড়ি রেখে এবং ফুটপাত দখল করে পণ্য রেখে গণউপদ্রব সৃষ্টি করায় মো: জসিম, পিতা-আবুল কাশেম, মো: রিফাত, পিতা-নুরুল আজম
মো: আকবর, পিতা- মো: আবুল হোসেন মো: কায়সার, পিতা: মো: হারুন কে এই দন্ড প্রদান করা হয়। তাছাড়া সবুজ টিয়াপাখি ক্রয়, বিক্রয়ের অপরাধে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় দুইজন ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আটক টিয়াপাখিগুলো পরিবেশে অবমুক্ত করে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে ফরেস্ট রেঞ্জার, হাটহাজারী রেঞ্জ এবং সংশ্লিষ্ট কর্মচারী উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত হলেন মো: মিজান, পিতা- বাহাদুর আলম, সাং- সরকারহাট মো: সাইফুল, পিতা-আবদুর রশিদ, সাং- পশ্চিম ধলই।