ভূরুঙ্গামারী থানার উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয় ওপেন হাউজ ডে। প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী পিপিএম অনুপস্থিত থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গি কার্যক্রম, সন্ত্রাসী কর্মকাণ্ড, যৌতুক, ইভটিজিং, কিশোর গ্যাং, সাইবার বুলিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের প্রতি সহযোগিতার আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভুরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, জাতীয় নাগরিক পার্টি ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহবায়ক মাহফুজুল ইসলাম কিরন, ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমির মোঃ আনোয়ার হোসেন, সোনাহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হোসেন ব্যাপারী। আরো উপস্থিত ছিলেন পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার,আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ও চরভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মোঃ মানিক উদ্দিন।। উপস্থিত সবাই একমত পোষণ করেন যে, পুলিশ ও স্থানীয় জনগণ একযোগে কাজ করলে অপরাধ ও সন্ত্রাসের সমস্যা কমানো সম্ভব। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পুলিশের সাথে মিলিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়তার অঙ্গীকার করেন। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।