রাজশাহী-৪ বাগমারা আসনে সংসদ সদস্য পদে জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুলের পক্ষে সোমবার (২২ডিসেম্বর) দুপুরে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম এর কাছ থেকে দলীয় নেতৃবৃন্দ এ মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিক, যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম সিদ্দিক, সদস্য সচিব শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহব্বত ইসলাম।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া।