ফরিদপুর কোতয়ালীতে রতন শেখ হত্যা মামলার আসামি শ্রাবণ গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম
ফরিদপুর কোতয়ালীতে রতন শেখ হত্যা মামলার আসামি শ্রাবণ গ্রেফতার

র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর এবং সিপিএসসি লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় সংঘটিত রতন শেখ (৪৫) হত্যা মামলার অন্যতম আসামি শ্রাবণ (২৮)’কে গ্রেফতার করা হয়েছে।  গত ২৫ জুলাই রাতে ভিকটিম রতন শেখ (৪৫) এর ব্যবহৃত মোবাইল নাম্বারে একটি কল আসলে ভিকটিম বাসা থেকে বের হয়ে নিখোজ হলে তার স্ত্রী সম্ভাব্য স্থানে খোঁজখোজি করে না পেয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি সাধরণ ডায়ারী করেন। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী লোকমোখে সংবাদ পান যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ডিগ্রীরচর নমডাঙ্গীর ডকইয়ার্ড এলাকায় পদ্মা নদীতে একটি অজ্ঞাতনামা লাশ ভাসতেছে। এমন সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী ঘটনাস্থলে পৌছে তার স্বামী রতন শেখ এর লাশ সনাক্ত করে। তৎপরবর্তীতে ভিকটিমের স্ত্রী জানতে পারে যে, গত ২৫ জুলাই রাত আনুমানিক ৪ টার সময় অজ্ঞাতনামা আসামিগণ পরসপর যোগসাজসে পূর্বশত্রুতার জেরধরে ভিকটিমকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পদ্মা নদীতে ফেলে দেয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ৫৮, তারিখ- ২৮/০৭/২০২৫ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরক আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রোববার (২১ ডিসেম্বর) বিকালে র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর এবং সিপিএসসি লালবাগ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন বেরীবাধ এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম আসামি শ্রাবণ (২৮), পিতা- ফরহাদ শেখ, সাং- ফরিদাবাদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে