ইসকনকে নিষিদ্ধের দাবীতে শরণখোলায় বিক্ষোভ

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : : | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০৪:৩৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ইসকনকে নিষিদ্ধের  দাবীতে শরণখোলায়  বিক্ষোভ

শরণখোলায় শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সর্বস্তরের ছাত্র জনতা। সাম্প্রদায়িক সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও চট্রগ্রামে নিহত এ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার বিচার দাবীতে এ বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজের পরে বিভিন্ন মসজিদ থেকে আগত মুসল্লীরা ছাত্র জনতার ব্যানারে শরণখোলা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড়ে পথসভা  করে। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা মাসুদুর রহমান জাহেদী, মাওলানা মোঃ মনিরুজ্জামান,পাঁচরাস্তা মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন মাহমুদি ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নেতা মাসুম বিল্লাহ প্রমূখ। বক্তরা অবিলম্বে সাম্প্রদায়িক সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও চট্রগ্রামে নিহত এ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক  বিচারের জন্য সরকারের প্রতি দাবী জানান। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে