ভালুকায় পোশাক শ্রমিক হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী শ্রম সংস্কার কমিশন প্রধানের

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৭ পিএম
ভালুকায় পোশাক শ্রমিক হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী শ্রম সংস্কার কমিশন প্রধানের

ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে নৃশংস নির্যাতন ও হত্যা, এবং পরবর্তীতে মৃতদেহ পুড়িয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন শ্রম সংস্কার কমিশন-২০২৪ এর প্রধান ও বিলস নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। পাশাপাশি তিনি কারখানা কর্তৃপক্ষের গাফেলতির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান। এ ঘটনার প্রতিবাদে এক বিবৃতিতে তিনি বলেন এই বর্বর হত্যাকাণ্ড একজন শ্রমিকের জীবনের সাথে, দেশের শ্রম অধিকার, মানবাধিকার এবং বিচার ব্যবস্থার জন্য একটি গুরুতর সতর্ক সংকেত। তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইবুনালের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। দ্রুত গ্রেফতারের জন্য তিনি র‌্যাবের কাজে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সমাজে এই ধরনের নৃশংসতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তার বিরুদ্ধে শক্ত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে নাগরিক সমাজ, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার সংগঠন এবং ট্রেড ইউনিয়নসমূহকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হবার আহবান জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে