পীরগন্জে রাজস্ব খাতের অর্থয়ণে দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৮ পিএম
পীরগন্জে রাজস্ব খাতের অর্থয়ণে দিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পীরগন্জ উপজেলায় ২৩/১২/২০২৫ ইং রোজ মংগলবার মৎস্যচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চাষীদের কে গোলসা,পবদা, টেংরা কার্প-মিশ্রচাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদাণকালে চাষীদের সাথে গুরুত্বপূর্ণ মতামত আদান প্রদাণ হয়। উপজেলা মৎস্য দপ্তরের সহায়তায় এবং রাজস্ব বাজেটের অর্থায়নে সম্পন্ন হওয়া উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ক্ষুদ্র,মাঝারি এবং প্রান্তিক ৪০ জন মৎস্যচাষী কে অংশ নেয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদাণে মৎস্য বিভাগের রংপুর জেলা কর্মকর্তা মো. হাবিবুর রহমান তালুকদার, পীরগন্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওছার আলী, জেলা মৎস্য দপ্তরের দুইজন প্রশিক্ষণ কর্মকর্তা যথাক্রমে মো. রেজাউল কবীর এবং মোছা. মাসরুন্নাহার মায়া ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেএ সহকারী মো. শাহজাহান আলী

আপনার জেলার সংবাদ পড়তে