সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) প্রাঙ্গণে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি যাচাই ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ভিত্তিক মহড়া সম্পন্ন হয়েছে।
২২ ডিসেম্বর সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউস্টের ভারপ্রাপ্ত উপাচার্য লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ড. মো. শামীম রেজা। মহড়ার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এলাকার সামনে হঠাৎ অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের দৃশ্যপট তৈরি করা হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়, আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ সময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের বাস্তব অনুশীলনের পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে ঝুঁকিমুক্তভাবে তা নিয়ন্ত্রণ করতে হয় সে বিষয়েও প্রদর্শনী দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত ও প্রশিক্ষণ জানমাল রক্ষায় বড় ভূমিকা রাখে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত এ ধরনের মহড়া পরিচালনা করা হলে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই আরও সচেতন ও দক্ষ হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগের প্রশংসা করেন।
এর আগে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু হাশেম দুর্যোগকালীন নিরাপত্তা, উদ্ধার পদ্ধতি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এ মহড়ার মাধ্যমে তারা বাস্তব পরিস্থিতিতে করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।