বিয়ের পিঁড়ি বসছেন হল্যান্ড-জেনডেয়া জুটি

এফএনএস বিনোদন : | প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০৬ পিএম : | আপডেট: ১৫ মার্চ, ২০২৫, ০৪:২০ পিএম
বিয়ের পিঁড়ি বসছেন হল্যান্ড-জেনডেয়া জুটি

বিশ্বব্যাপী ভক্তদের কাছে স্পাইডারম্যান হিসেবে টম হল্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেতা! পাত্রী মার্কিন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান, চলচ্চিত্র দুনিয়ায় যিনি জেনডেয়া নামেই খ্যাত। ইতোমধ্যেই নাকি ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে টম এবং জেনডেয়ার বাগদান পর্ব সেরেছেন। টম ও জেনডেয়া অন্য সবার মতোই ক্রিসমাসের সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটান। তখনই ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভের মধ্যে একদিন জেনডেয়াকে মনের কথা জানান টম, বাগদান পর্ব সম্পূর্ণ হয় বলেও খবর। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি হলিউডের দুই তারকা। অথচ গত রোববার ৮২তম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে জেনডিয়ার আঙুলে দেখা গেছে নতুন ঝলমল হিরের আংটি। এদিন পরনে গাউন, অনামিকায় হিরের আংটি জ্বলজ্বল করা অভিনেত্রীর সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের নজর এড়ায়নি বিষয়টি। আলোচনা শুরু হয়েছে টম ও জেনডেয়ার বাগদান নিয়ে। এরপরেও হলিউডের দুই তারকার পক্ষ থেকে বিষয়টিকে নিশ্চিত করা হয়নি। ২০১৬ সালে স্পাইডারম্যান সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ টম-জেনডেয়ার। চার বছর পর একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায় তাদের। এরপর থেকেই বিয়ে ও বাগদান নিয়ে খবর ছড়ানো শুরু হয়। উল্লেখ্য, ক্রিস্টোফার নোলানের আগামী সিনেমা ‘ওডেসি’তে একসঙ্গে দেখা যাবে টম হল্যান্ড এবং জেনডেয়াকে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে