বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মিছিলটি রহনপুর পৌর এলাকার সুইজগেট থেকে বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। স্বেচ্ছাসেবক দল গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে এ স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুম্মন, গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান রিপন, সিনিয়র যুগ্ন আহবায়ক আনিসুর রহমান লাল্টু, সদস্য সচিব আরিফুল ইসলাম, রহনপুর পৌর শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল রহিম রতন, যুগ্ম আহবায়ক হানিফ, সদস্য সচিব শামীম রেজাসহ স্বানীয় নেতাকর্মীরা।