বিরলে জমি-জমার বিরোধে ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারপিট: থানায় অভিযোগ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫০ পিএম
বিরলে জমি-জমার বিরোধে ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারপিট: থানায় অভিযোগ

বিরলে জমি-জমার পূর্ব বিরোধে আপন ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারপিটে গুরুতর আহত করা হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের মাধববাটী গ্রামের আলতাফ হোসেন এর ছেলে মোঃ পানাউল হক ওরফে পান্না (৪৫) থানায় দায়েরকৃত অভিযোগে জানান, আমার ভাই মোঃ সানাউল হক (৫০) জমি-জমা ও পূর্ব শত্রুতার জের ধরে আমাদের সাথে কারণে ও অকারনে ঝগড়া বিবাদ সৃষ্টি করে আমাকেসহ আমার পরিবারের লোকজনকে মারপিট করার জন্য সুযোগ খুঁজতে থাকে। আমার ভোগদখলীয় জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা করলে আমি তাকে আমার জমি দখল করতে বাঁধা নিষেধ করলে আমাকে ইতিপূর্বে এবং ২৩ ডিসেম্বর-২০২৫ মঙ্গলবার দুপুরে আমি ও আমার স্ত্রী মোছাঃ মেরিনা আক্তার (৩১) আমরা মাধববাটী মৌজায় আমাদের জমিতে সরিষা রোপন করার জন্য হেরো ট্রাক্টর দিয়ে হাল চাষ করাকালীন আমাকে ও আমার স্ত্রীকে হত্যা চেষ্টা করে। সে আমার স্ত্রীর চুলের মুঠি টানা হেচড়া করে আমার স্ত্রীর গলায় পরিহিত স্বর্ণের ৮ আনা ওজনের চেইন অসৎ উদ্দেশ্যে ছিনিয়ে নেয় যাহার আনুমানিক মূল্য নব্বই হাজার টাকা। এছাড়া সে আমার স্ত্রীর পড়নের জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানীর চেষ্টা করে তার তল পেটে লাখি মেরে মাটিতে ফেলে দেয়। সেই সময় আমাদের চিৎকার ও চেঁচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সে আমাকে ও আমার স্ত্রীকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে বলে আমি ও আমার স্ত্রী পরবর্তীতে আমার জমিতে চাষাবাদ করতে গেলে সে ও তার ভাড়া করা গুন্ডা দ্বারা আমাকে ও আমার স্ত্রীকে হত্যা করে জমিতে লাশ পুঁতে রাখবে। আমার স্ত্রীকে আহত অবস্থায় ভ্যান যোগে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে।