কাপাসিয়ায় আড়াই হাজার ফুলকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা: এ কেমন শত্রুতা !

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৭ পিএম
কাপাসিয়ায় আড়াই হাজার ফুলকপি কেটে দিয়েছে দুর্বৃত্তরা: এ কেমন শত্রুতা !
শত্রুতা বশত রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কৃষকের ক্ষেতের আড়াই হাজার ফুলকপি কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষক আলহাজ্ব আব্দুল বাতেনের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পাষন্ড ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে। বয়োঃবৃদ্ধ কৃষক আলহাজ্ব আব্দুল বাতেন জানান, গত সোমবার রাতে কে বা কারা রাতের অন্ধকারে ক্ষেতে হামলা চালিয়ে আড়াই হাজার পরিপূর্ণ ফুলকপি গুলো কেটে ফেলে। গত কয়েকদিন যাবত ফুলকপি গুলো বাজারজাত করার অপেক্ষায় ছিলেন তিনি। কান্না জড়িত কন্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক আবেগ তাড়িত হয়ে পড়েন। কৃষিকাজে অভ্যস্ত ওই কৃষক পরিবার তাদের শীতের মৌসুমে রোপিত ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। উপার্জনের একমাত্র অবলম্বন ফসল নষ্ট হওয়ায় ভিশন ক্ষতির সম্মুখীন হলেন ওই কৃষক। এলাকাবাসীদের আক্ষেপ শত্রুতা বশত কেমন পাষন্ড এমন কাজ করতে পারে।
আপনার জেলার সংবাদ পড়তে