সাংবাদিক হেনেস্থা ও পাখি শিকারের ভিডিও ভাইরাল

সিংড়ায় সেই এয়ারগান জব্দ করল প্রশাসন

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৪১ এএম
সিংড়ায় সেই এয়ারগান জব্দ করল প্রশাসন

সিংড়ার চলনবিলে সাংবাদিক হেনেস্থা ও পাখি শিকারের ভিডিও ভাইরালের পর সেই এয়ারগান জব্দ করেছে প্রশাসন। একই সাথে আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে শিকারি সাদ্দাত হোসেনের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় ভিডিও ভাইরাল হওয়া সেই পাখি শিকারিকে ইউএনও এর কার্যালয়ে হাজির করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এয়ারগান জব্দ ও মুচলেকা নিয়ে শিকারিকে পরিবারের সদস্যদের জিম্মায় ছেড়ে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশ কর্মী শারফুল ইসলাম, আতিকুর রহমান, শিক্ষক হোসেন আলী প্রমূখ।

পাখি শিকারী সাদ্দাত হোসেন উপজেলার কুমগ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। এর আগে রোববার (২১ ডিসেম্বর) চলনবিলের বনকুড়ি বিলে এয়ারগান দিয়ে পাখি শিকারে নিষেধ করায় স্থানীয় এক সাংবাদিক হেনেস্থার শিকার হন। পরে পাখি হত্যা সহ সাংবাদিক হেনেস্থার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে রাজশাহী বন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।  

   চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলে শীতে লাখ লাখ পাখির আগমন ঘটে। নিষিদ্ধ এয়ারগান, কারেন্ট জাল ও কিল্লা ঘরের ফাঁদে সেই পাখি শিকারে এক শ্রেণির লোভী শিকারিদের দৌরাত্ম্য বেড়ে যায়। বিলের পাখি ও বন্যপ্রাণি রক্ষায় তারা সব সময়ই প্রশাসন ও বন অধিদপ্তরকে সহযোগিতা করছেন। 

রাজশাহী বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, পাখি শিকারের ভিডিও ভাইরালের পরপরই স্থানীয় পরিবেশ কর্মীদের সহযোগিতায় এয়ারগানটি জব্দ করা হয়েছে। দ্রুত চলনবিল এলাকায় অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বলেন, বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। বিলপাড়ের মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে