বরিশালে শ্রমিক লীগ নেতা আসাদ গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৭ এএম
বরিশালে শ্রমিক লীগ নেতা আসাদ গ্রেপ্তার

আওয়ামী শ্রমিক লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য মো. আসাদুজ্জামান খলিফা ওরফে আসাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে জানিয়েছেন-অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলা শ্রমিক লীগ নেতা আসাদুজ্জামান খলিফা ওরফে আসাদ মেম্বারকে আগৈলঝাড়া বাজারের তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতকে মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে প্রেরণ করা হবে।  

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে ছিনতাই করে নিয়ে যায় তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। ওই ঘটনায় ২০২৫ সালে ১২ জানুয়ারি রাতুল ইসলাম শাহেদ বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

আপনার জেলার সংবাদ পড়তে