বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শুরু হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ আনন্দ র্যালির আয়োজন করা হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, আব্দুল মালেক, শাহিনুজ্জামান, তুহিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।