তারেক রহমানের আগমন উপলক্ষে কালিয়াকৈরে আনন্দ র‍্যালি

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:২২ পিএম
তারেক রহমানের আগমন উপলক্ষে কালিয়াকৈরে  আনন্দ র‍্যালি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে আনন্দ র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, আব্দুল মালেক, শাহিনুজ্জামান, তুহিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপনার জেলার সংবাদ পড়তে