রূপসী বাংলা সংস্থা ও ক্ষুদ্রঋণ সমবায় সমিতি মালিকের বিরুদ্ধে মানববন্ধন

বাগমারায় অর্থ ফেরতের দাবি

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৩ পিএম
storage/2025/december/24/news/image_694bb12783119-1766568231.jpg
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে গ্রাহকরা। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা জানান, ২০১৫ সালে বাগমারা উপজেলার কলেজ মোড় এলাকার আবেদ সুপার মার্কেটে অবস্থিত রূপসী বাংলা সংস্থা ও ক্ষুদ্রঋণ সমবায় সমিতি লিমিটেড–এ বিভিন্ন অংকের অর্থ জমা রাখেন তারা। এনজিওটির মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দাম উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এসব অর্থ সংগ্রহ করেন। তবে দীর্ঘদিন পার হলেও গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরত দেওয়া হয়নি। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বর্তমানে এনজিও মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দাম গা ঢাকা দিয়ে রয়েছেন। অফিসটি নামমাত্র চালু থাকলেও সেখানে গেলে সংশ্লিষ্ট গ্রাহকদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। বারবার যোগাযোগের চেষ্টা করেও তারা কোনো সমাধান পাচ্ছেন না। এতে করে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। মানববন্ধনে বক্তব্য দেন শাহিন আলম, আব্দুল আজাদ, জয়বর আলী, ফজের আলী, আহাদ আলী, সাজেদুর রহমান, জহুরুল ইসলাম, তানজিলা আক্তার, নাইস আক্তার ও শ্যামলী খাতুন। তারা বলেন, জমাকৃত অর্থ ফেরত না পাওয়ায় কেউ চিকিৎসা করাতে পারছেন না, কেউ সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। অনেকেই ধার-দেনার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। মানববন্ধনে আশরাফুল ইসলাম ওরফে সাদ্দামের কার্যক্রমে ক্ষতিগ্রস্ত অন্যান্য গ্রাহকসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করার জোর দাবি জানান। ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এদিকে এনজিও মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দামের ফোন নাম্বার বন্ধ থাকায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
আপনার জেলার সংবাদ পড়তে