জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মো. আসাদুজ্জামান। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র ও তিনি নিজেই।
বুধবার (২৪ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন মো. আসাদুজ্জামান। নির্বাচনি প্রক্রিয়ায় যুক্ত হতে আইনগত ও নৈতিক বাধ্যবাধকতার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) শৈলকুপায় এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি প্রকাশ্যেই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, “অ্যাটর্নি জেনারেলের পদ থেকে ফিরে এসে সকলকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেব। আমি এমপি হতে চাই এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার জন্য।”
ওইদিন বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার (২৪ ডিসেম্বর) মো. আসাদুজ্জামান নিজেই নিশ্চিত করেন, শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব ছাড়বেন। তাঁর পক্ষে ঝিনাইদহ-১ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা।
গত বছরের আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।
ঝিনাইদহ-১ শৈলকুপা আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭০ জন। দীর্ঘদিন ধরে আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।