আশাশুনিতে দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় এ্যাডভোকেসী সভা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩০ পিএম
আশাশুনিতে দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা রক্ষায় এ্যাডভোকেসী সভা

আশাশুনিতে দুর্যোগ পরিস্থিতিতে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১.৩০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার ও শিক্ষা অফিসের সহায়তায় প্রকল্পের আওতায় জাগ্রত যুব সংঘ (জেজেএস) এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ননা করেন, জেজেএস-এসসিভিএস প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার আব্দুর রহমান। প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন, এ্যাডভোকেসী অফিসার আঃ রহমান ও ক্লাইমেট চেঞ্জ এডুকেটর ফরহাদ হোসেন। অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সিপিপি টিম লিডার আব্দুল জলিল, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন। ফোরামের সদস্যদের মধ্যে বক্তব্য ও দাবী উপস্থাপন করেন, উপকুলীয় শিশু ফোরামের সভাপতি নওশীদ ইসলাম, সহ সভাপতি নাদিয়া আশরাফি রুহি, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, কোষাধ্যক্ষ সাইমুন ইসলাম।


আপনার জেলার সংবাদ পড়তে