পিরোজপুর-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দিয়েছে বিএনপি। আজ বুধবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদের জন্য আরও ৯ আসনে ছাড় দিয়েছে। এর মধ্যে পিরোজপুর-১ (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে সমর্থন দিয়েছে বিএনপি। এর আগে বিএনপি ২৩৭ আসনে নিজেদেও প্রার্থী তালিকা প্রকাশ করে। ওই তালিকায় পিরোজপুর জেলার তিনটি আসনের মধ্যে পিরোজপুর-২ আসনে মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের বেসামরিক প্রধান সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর এর ছেলে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-৩ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পান মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলাল। পিরোজপুর ১ আসনে জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ বেশ কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশা করলেও কাউকেই মনোনয়ন দেয়নি দল।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেওয়ায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রচন্ড হতাশা থাকলেও দলের সিদ্ধান্ত সবার আগে। দল যাকেই মনোনয়ন দিক আমরা তার পক্ষে কাজ করবো।