ঢাকার কেরানীগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম
ঢাকার কেরানীগঞ্জে ৪৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউপির খোলামোড়া সাকিনস্থ একটি পাঁচতলা ভবনে অভিযান পরিচালনা করে আনুমানিক ১৪,৭০,০০০/- (চৌদ্দ লক্ষ সত্তর হাজার) টাকা মূল্যমানের ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। হাসিনা বেগম (৪৮), স্বামী- মৃত রিপন মিয়া, ২। হেনা আক্তার (৩০), স্বামী- ইছাহাক মিয়া, ৩। মোসাঃ রুবি (৩২), স্বামী- সাব্বির মিয়া, সর্ব সাং দরইন গঙ্গানগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বিক্রয়ের  নগদ ৫৪,৫২০/- ও একটি ছোট ডিজিটাল নিক্তি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় শরীরে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে