ঢাকায় তারুণ্যের উৎসব জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের (নারী-পুরুষ) চুড়ান্ত পর্ব উদ্বোধনের পর শুরু হয়েছে। গতকাল ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ এবং যুগ্ম সম্পাদক আব্দুল হক, কোষাধ্যক্ষ মনির হোসেন, জাতীয় কাবাডি কোচ আবুল বাশার বাদশা মিয়াসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।